নির্মাণাধীন ও মুক্তি প্রতীক্ষিত সিনেমার হালচাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২০:৪৪

করোনাভাইরাসের অদৃশ্য শক্তির কাছে জিম্মি পুরো পৃথিবী। থেমে গেছে বিশ্ব সংস্কৃতির নানা মাধ্যম। শুটিং নেই, নেই ডাবিং; নেই চির চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশন, নেই নতুন গানের কাজ, সিনেমা হল বন্ধ থাকার কারণে নেই নতুন সিনেমা মুক্তিও। ঢাকাই সিনেমার অবস্থাও একই দোলাচলে। বলা চলে করোনা যেন ঢালিউডের জন্য মরার উপর খাড়ার ঘা।

কারণ, আমাদের সিনেমার অবস্থা বেশ কয়েক বছর ধরেই একেবারেই নাজুক। ভালো হল নেই, সিনেমার গল্প নেই, ভালো অভিনেতা-অভিনেত্রীর অভাব, নেই ভালো নির্মাণ। সব মিলিয়ে অচলাবস্থা। শতকের উপর থেকে সিনেমা মুক্তির তালিকায় নেমে এসেছে ৪০-এর ঘরে। তবে অনেকেই মনে করেছিলেন চলতি বছরটি সিনেমার বছর হবে। তালিকায় ছিলো বেশ কিছু ভালো মানের সিনেমা। যা মুক্তি পেলে হয়তো দর্শকদের মনে ফের আশার সঞ্চার হতো। কিন্তু করোনায় সব থেমে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও