কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি সভাপতি হবেন সৌরভ!

ঢাকা টাইমস ভারত প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১০:০৯

কোনও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন, তার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাই সৌরভকে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে দেখতে চাইছেন। দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষে গ্রেম স্মিথ ইতোমধ্যেই প্রকাশ্যে সৌরভের হয়ে দাবি তুলেছেন। কিন্তু সৌরভ সর্বোচ্চ পদে বসবেন কি না, তা নির্ভর করবে ক’টি দেশের সমর্থন তাঁর কাছে থাকবে।

আইসিসির চেয়ারম্যান পদে বসতে গেলে শর্ত দুটি। আইসিসি-বোর্ডের দুটি সভায় থাকতে হবে প্রার্থীকে। দ্বিতীয় শর্তটি হল- যে বোর্ড থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই বোর্ডের কোনও ডিরেক্টর স্থানীয় ব্যক্তির সুপারিশ থাকতে হবে। এখানে সৌরভের অসুবিধে থাকার কথা নয়।

এবার আসছে ভোটের প্রসঙ্গ। আইসিসিতে ভোট ১৬ টি। এর মধ্যে পূর্ণ সদস্য টেস্ট খেলিয়ে দেশের ভোট ১২ টি। তিনটি অ্যাসোসিয়েট সদস্যের ভোট (মালয়েশিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর) এবং একটি ভোট স্বাধীন মহিলা ডিরেক্টরের। এখন এই পদে আছেন ইন্দ্রা নুয়ি। এই ১৬ টি ভোটের মধ্যে ন’টি ভোট সৌরভকে পেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও