প্রচণ্ড দাঁতে ব্যথা মুহূর্তেই কমিয়ে দেবে আকন্দ!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৫:৪১

রাস্তার ধারে বেশ অযত্নেই বড় হয় এই গাছটি। যার রয়েছে নানা ওষুধি গুণাগুণ। এই গাছটি সবার কাছে আকন্দ নামেই পরিচিত। যদিও গ্রামগঞ্জে আকন গাছ নামে চেনেন সবাই। কোনো রকম যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছে বেগুনি কিংবা সাদা রঙের ফুল ফোটে। আকন্দ গাছের ফুল, পাতা, ছাল সবই ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়। চলুন জেনে নেয়া যাক আকন্দ গাছের ওষুধি গুণাগুণ সম্পর্কে, যা নিমিষেই শারীরিক নানা সমস্যার সমাধান দেবে-  > প্রচণ্ড দাঁতে ব্যথা মুহূর্তেই কমিয়ে দিতে পারে এই আকন্দ গাছের কষ। তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগালে নিমিষেই কমে যাবে ব্যথা।

আকন্দের মূল গুঁড়া করে খেলে খিদে বৃদ্ধি পায়। তবে দুই গ্রামের বেশি খাওয়া যাবে না। > শরীরের কোনো জায়গায় দূষিত ক্ষত হলে সেখানে আকন্দ পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে নিন। এতেই সেখানে আর পুঁজ হবে না। > পা মচকে গেলে বা শরীরে চোটজনিত প্রচণ্ড ব্যথায় আকন্দ পাতা দিয়ে গরম শেঁক দিলে ব্যথা উপশম হয় অনেকটাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও