হার্ড ইমিউনিটিতে করোনা মোকাবিলা নিয়ে সংশয়

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৩:৪৪

করোনাভাইরাসের মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর হার্ড ইমিউনিটির বিষয়টি আলোচনায় আসে। বলা হচ্ছিল, একটি দেশের সিংহভাগ জনগোষ্ঠী সংক্রমিত হলে হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব হবে। এতে করোনা মহামারির বিস্তারও কমে আসবে। কিন্তু স্পেনের একটি গবেষণায় এই ধারণার বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সিংহভাগ জনগোষ্ঠী সংক্রমিত হলেই যে করোনার বিস্তার কমে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।

চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট গত সোমবার এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে। গবেষণাটি করেছেন স্পেনেরই একদল গবেষক। এতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়েরও অংশগ্রহণ ছিল। ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের গবেষণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও