ক্রিকেটারদের পাওনা আদায়ে কোয়াবের উদ্যোগ
কোয়াবের অনলাইন সভায় মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ পরিস্থিতি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে কোয়াবের বিবৃতিতে।গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হয়েই এবারের প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের প্রকোপে।
চার মাস হতে চলেছে খেলা বন্ধ হওয়ার। নিয়ম অনুযায়ী, চুক্তি সময়ই পারিশ্রমিকের ৫০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু বেশির ভাগ ক্রিকেটারই তা পাননি। কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের চিরায়ত নিয়ম ও প্রথা অনুযায়ী ক্রিকেটারদের এই অর্থ পাওয়া নিশ্চিত করতে বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে ক্লাবগুলির সঙ্গে আলোচনা করতে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে