You have reached your daily news limit

Please log in to continue


পালসারের নতুন ভার্সন এলো

বাজাজের জনপ্রিয় বাইক পালসার। এই সিরিজে বেশ কয়েকটি মডেল বাজার মাতাচ্ছে। এর মধ্যে জনপ্রিয় মডেল হচ্ছে ১৫০ সিসির মডেল। বাংলাদেশে ১৫০ সিসির সেগমেন্টই বেশি জনপ্রিয়। কয়েক বছর আগেও দেশে ১৩৫ সিসির পালসার পাওয়া যেতো। কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। যদিও ভারতে ১২৫ সিসির পালসার বিক্রি হচ্ছে। সেখানে ১৮০, ২২০ সিসির পালসারও পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে ১৫০ সিসির পালসারের তিনটি সংস্করণ বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে ১৫০ সিসির নিয়ন, ১৫০ সিসির সিঙ্গেল ডিস্ক ভার্সন এবং ১৫০ সিসির ডাবল ডিস্ক ভার্সন। এই তিন বাইকেই একই ইঞ্জিন অর্থাৎ ১৫৯ সিসির ডিটিএসআই ইঞ্জিন রয়েছে। শুধুমাত্র ১৫০ সিসির ডাবল ডিস্ক ভার্সনে কিকার বাদ দেয়া হয়েছে। এছাড়া তিনটি ভার্সনেই গ্রাফিক্স, ডিজাইন ও খোটাখাটো কিছু পরিবর্তন এসেছে। এই তিন ভার্সনের বাইকে ভারতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমে নিয়নের কথায় আসা যাক, ভারতে নিয়ন পাওয়া যাচ্ছে এবিএস ভার্সনে। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেয়া হয়েছে। এছাড়াও এটি এখন বিএস সিক্স ভার্সনে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে নিয়ন পাওয়া যাচ্ছে বিএস ফোর ভার্সনে। পালসারের ক্লাসিক মডেলটি হলো ১৫০ সিসির। এতে রয়েছে সিঙ্গেল ডিস্ক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন