কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খেলা মাঠে ফেরাতে পরিবর্তন হয়েছে বহু দিনের নিয়ম কানুন

সময় টিভি প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৪:০০

গ্যালারি ভর্তি দর্শক থেকে শূণ্য মাঠ। উল্লাস থেকে হাহাকার। ওলটপালট হয়ে গেছে চিত্রনাট্য। পাল্টে গেছে নিয়মকানুন। নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে মাঠে ফিরছে ক্রিকেট। ৪ মাস আগে কি ছিলো, এখন কি নেই। সে হিসাবটা যদি মেলাতে যাই। ফিরে যেতে হয় ৮ মার্চ, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

মাঠে ছিলো ৮৬ হাজার দর্শক। উত্তেজনা-উন্মাদনার সেই ক্রিকেট ৪ মাস পর ফিরছে শূন্য মাঠে। আচ্ছা, ভাবতে পারেন? ইংলিশরা খেলবে অথচ বার্মি আর্মি থাকবে না। অস্ট্রেলিয়ার খেলায় রিচিস থাকবে না। দেশের পতাকা নিয়ে ঢেউ তুলবে না ক্রিকেটের পাগলাটে সমর্থক। পোস্টারে পোস্টারে গ্যালারি ছেয়ে যাবে না। বাউন্ডারির কোল ঘেষে কেউ আর চিৎকার, চেঁচামেচি করবে না। এসব কিছু ভাবতে পারছেন না। তাইতো? তবু ভাবতে হবে। নির্মম বাস্তবতা মানতে হবে। নষ্ট হয়নি শুধু সৌন্দর্য্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও