গ্যাসের আগুনে পুড়ল গোটা সংসার
ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা আবুল কাশেম ও ফাতেমা বেগম। কাজ করেন ঢাকার সাভারের আশুলিয়া এলাকার পোশাক কারখানায়। সেখানেই বাসাভাড়া নিয়ে থাকতেন। তাঁদের সঙ্গে ছিল ১০ বছরের ছেলে আল আমীন। কিন্তু তাঁদের সাজানো সংসার তছনছ হয়ে গেছে একনিমেষেই। গ্যাসের লাইন লিকেজের কারণে অগ্নিকাণ্ডে তাঁরা প্রাণ হারিয়েছেন।
গত সোমবার এ ঘটনার পর কাশেম ও আল আমীন মারা যান। আর গুরুতর আহত ফাতেমা আজ মঙ্গলবার বিকেলে মারা যান। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঘটনাটিকে বাড়ির তত্ত্বাবধায়কের অবহেলা ও অবৈধ গ্যাসের সংযোগে লিকেজের কারণে ঘটেছে বলে অভিযোগ করেছেন। তাঁরা ঘটনার তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবি করেছেন। তবে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ কোনো খোঁজ নেয়নি।