ঘ্রাণশক্তি চলে যাওয়া কি করোনার লক্ষণ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৬:৫৬

সম্প্রতি অনেকেরই ঘ্রাণশক্তি বা খাবারের স্বাদ চলে যাওয়ার কথা শোনা যায়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। ফলে বাধ্য হয়ে ফোনে বা মেসেঞ্জারে চিকিৎসকদের প্রশ্ন করেন, ‘আমি নাকে ঘ্রাণ পাই না বা মুখে স্বাদ পাই না। আমার কী করা উচিত?’

তাদের প্রশ্নের জবাবে বিস্তারিত জানাচ্ছেন ডা. মোস্তফা কামাল— আমরা নাকে ঘ্রাণ বা গন্ধ পাই অলফেক্টরি নামক একটি নার্ভের মাধ্যমে। এটি আমাদের নাকের উপরি অংশে ছড়ানো রয়েছে। যা সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত। কোনো কারণে এ নার্ভটি অকার্যকর হয়ে গেলে আমরা ঘ্রাণ বা গন্ধ পাই না। আর ঘ্রাণ না পেলে আমাদের জিহ্বার টেস্ট বাড যা স্বাদ পেতে সাহায্য করে, তা-ও অকার্যকর হয়ে যায়। ফলে একই সাথে নাকে ঘ্রাণ না পেলে মুখে স্বাদও পাই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও