নিজেদের নাগরিকদেরই দেশে প্রবেশে বাধা দিচ্ছে নিউজিল্যান্ড

এনটিভি প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১১:৪৫

নিউজিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের একটি অংশকে দেশে প্রবেশে বাধা দিচ্ছে। নিউজিল্যান্ডের যেসব নাগরিক বিভিন্ন দেশে থাকেন, তাঁরা সেসব দেশ থেকে এ মুহূর্তে নিউজিল্যান্ডে ঢুকতে পারবেন না। আজ মঙ্গলবার থেকে আগামী তিন সপ্তাহের জন্য তাঁরা নিউজিল্যান্ডে ঢুকতে পারবেন না। এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা উল্লেখ করেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৬৭ দিনে নিউজিল্যান্ডে স্থানীয় পর্যায়ে কোনো নতুন রোগী ধরা পড়েনি। কিন্তু নতুন ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন। তাঁরা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ড এসেছেন, যেখানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও