করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে হলে আপনি যে মোটরযানে চড়েন সেটাকেও জীবাণুমুক্ত করতে হবে। গাড়ি নিয়ে অনেকেই প্রয়োজনীয় কাজ সেরে আসেন। তাই এর বিভিন্ন জায়গায় ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকতে পারে। প্রতিদিন কতবার গাড়ির ভেতরে হাতের স্পর্শ লাগে তা একবার চিন্তা করে দেখুন। ডোর হ্যান্ডেলের বাইরের এবং ভিতরের দিক, স্টিয়ারিং, বাটন, টাচস্ক্রিন এগুলো প্রতিনিয়তই আমরা স্পর্শ করে থাকি। এই মোটরযান জীবাণুমুক্ত করা জরুরি।
গাড়ির ভেতরটা কয়েক ধরণের উপাদান দিয়ে বানানো। তাই জীবাণুমুক্ত করতে সঠিক পরিষ্কারক ব্যবহার করতে হবে। কোনোভাবেই এ কাজে ব্লিচ বা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা যাবে না। এই সব সামগ্রী সহজেই গাড়ির সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। মার্কিন হেলথ ইন্সিটিটিউট সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, পরিষ্কারকের মধ্যে ৭০ শতাংশ অ্যালকোহল থাকলে তা করোনাভাইরাস ধ্বংসে কার্যকর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.