You have reached your daily news limit

Please log in to continue


ভারতে এবার কার্যালয় খুলবে ওপেনএআই

যুক্তরাষ্ট্রের পরেই ভারতই চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সবচেয়ে বড় বাজার। সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানান ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। এবার তিনি জানালেন, ভারতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এ বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে প্রথম কার্যালয় খুলতে যাচ্ছে ওপেনএআই।

আজ শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সহায়তায় তারা ভারতে একটি স্বতন্ত্র আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে। এরইমধ্যে কার্যালয়ের প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘ভারতে আমাদের প্রথম অফিস চালু করা এবং স্থানীয় একটি কর্মী দল গড়ে তোলা আমাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে আমরা দেশটিতে উন্নত এআই প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই। ভারতের সঙ্গে মিলে এআই প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন