এ বছর ওপেনএআইয়ে শিশু নিপীড়ন সংশ্লিষ্ট রিপোর্ট ৮০ গুণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫
শিশু সুরক্ষা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চাপ যে বাড়ছে, তা স্পষ্ট হচ্ছে ওপেনএআইয়ের সর্বশেষ পরিসংখ্যানে। চলতি বছরের প্রথম ছয় মাসে শিশু নিপীড়ন ও শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের কাছে ওপেনএআই যে পরিমাণ রিপোর্ট পাঠিয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ গুণ।
কোম্পানির সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ওপেনএআই ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’ বা এনসিএমইসি’র সাইবারটিপলাইন-এ মোট ৭৫ হাজার ২৭টি রিপোর্ট পাঠিয়েছে। এসব রিপোর্টে সংশ্লিষ্ট কনটেন্টের সংখ্যা ছিল ৭৪ হাজার ৫৫৯টি।
এর আগে ২০২৪ সালের একই সময়ে পাঠানো হয়েছিল ৯৪৭টি রিপোর্ট, যা ছিল মাত্র ৩ হাজার ২৫২টি কনটেন্টকে ঘিরে।