
অন্ধ কিশোরীর প্রতিভায় মজেছেন এআর রহমান
সময় টিভি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১০:১২
দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীর সঙ্গীত প্রতিভায় মজেছেন সঙ্গীত পরিচালক এআর রহমান। তামিল ছবি থুম্বি থুল্লাল গানের সুর বাজিয়ে তার মনে কেঁড়েছেন কিশোরী সাহানা নরেন। ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দু'টি পিয়ানোয় বাজানো গানের ভিডিও টুইট করে এআর রহমান লিখেছেন, ‘মিষ্টি! সাহানার এই গান এখন সবাই শুনছেন।’
জানা গেছে, জন্মের পর থেকে অন্ধ সাহানার গানের প্রতি ছিল অধীর আগ্রহ, সেই আগ্রহ তাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। ইতিমধ্যে তামিল ছবি কোবরায় রহমান পরিচালিত থুম্বি থুল্লাল গানের সুর বাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। সেই ভাইরাল ভিডিও শেয়ার করেছে এআর রহমান।
এদিকে সাহানার মা টুইটারে লিখেছেন, ভিডিও ভাইরালের পরই কোবরা ছবির প্রযোজকরা সাহানার বাড়ি যান। তাঁকে গান রেকর্ডিং স্টুডিও উপহার দিয়েছেন তাঁরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৬ মাস আগে
আনন্দবাজার (ভারত)
| বলিউড, মুম্বাই
১ বছর, ৯ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে