কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাঙামাটিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০০:০৫

ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্তা নিজের মেয়ের জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ ধর্ষণে অভিযুক্ত চেয়ারম্যানের মান সম্মান রক্ষার জন্য মরিয়া রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের একজন মা। তার নাম পারুল বেগম। পারুল বেগমের মেয়ে বর্তমানে সাত মাসের অন্তঃসত্তা।

পারুলের মেয়ে গত ৩০ জুন সাংবাদিক সম্মেলন করে বলেন, ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর ফলে তিনি গর্ভবতী হন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।

এ সংবাদ সম্মেলনের চার দিন পর শনিবার রাঙামাটি প্রেস ক্লাবে মামুনুর রশিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন মামুনুর রশিদের পরিবার, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা।

তাদের সঙ্গে ছিলেন সাত মাসের অন্তঃসত্তা নারীর মা পারুল বেগম। সংবাদ সম্মেলনে পারুল বেগম বলেন, ধর্ষণের ঘটনায় মামুনুর রশিদ জড়িত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও