কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফুটবলে কেলেঙ্কারি: ৪৫ জন আজীবন নিষিদ্ধ, পাঁচ ক্লাবকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ২৩:৩৬

পাতানো খেলা, ঘুষ আর দুর্নীতিতে একেবারে নরক গুলজার অবস্থা হয়েছিল আর্মেনিয়ান ফুটবল লিগের দ্বিতীয় স্তরে। তদন্তে নেমে এসব দুনীর্তির প্রমাণ পেয়ে  তাৎক্ষণিকভাবে লিগ স্থগিত করার পাশাপাশি পাঁচটি দলকে বহিষ্কার করেছে আর্মেনিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ)।

শুধু তাই নয়, ক্লাব মালিক থেকে শুরু করে খেলোয়াড়, কোচ ও খেলোয়াড় মিলিয়ে মোট ৪৫ জনকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করা হয়েছে, অন্য ১৩ জনকে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন মেয়াদে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটির স্থানীয় সংবাদামাধ্যম জানিয়েছে রাশিয়ান পাসপোর্টধারী ক্লাব মালিক ও খেলোয়াড় এবং ইউক্রেনিয়ান, লাটভিয়ান ও বেলারুশিয়ান ফুটবলাররা আছেন নিষিদ্ধ তালিকায়। দ্বিতীয় বিভাগে লোকোমোটিভ ইয়েরেভান সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এফসি ভানের সঙ্গে।

এই দুটি দলের সঙ্গে আরাগাতস, টর্পেডো ইয়েরেভান ও মাসিস অযোগ্য ঘোষিত হয়েছে। পাতানো খেলা নিয়ে সন্দেহ গাঢ় হয়েছিল যখন লিগে এই চার দলের সঙ্গে লোকোমোটিভের ফল হয় ১২-০, ০-১২, ১-৮, ৯-২, ০-৭, ০-৮ ও ৮-২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও