বাংলার জনপ্রিয় বাউলগান 'কলঙ্কিনী রাধা'-তে ভগবান শ্রীকৃষ্ণকে 'হারামজাদা' বলে হিন্দুত্ববাদকে অপমান করা হয়েছে এমন বিভ্রান্তিকর অভিযোগে নেটফ্লিক্সে গানটি ব্যবহার করা ছবি 'বুলবুল' বয়কটের ডাক দিয়েছেন উত্তর ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। আর সেই বিষয়টি অনির্বাণ ভট্টাচার্যের নজরে আসতেই মোক্ষম দিলেন অভিনেতা। কোনোরকম কটু বাক্য নয়! একেবারে নম্র ভাষাতেই খানিক ব্যাঙ্গাত্মকভাবে 'কলঙ্কিনী রাধা' গানে নতুন শব্দ প্রয়োগ করে জবাব দিলেন হিন্দুত্ববাদীদের।
'কলঙ্কিনী রাধা' গানটিতে 'কানু হারামজাদা' এবং 'কলঙ্কিনী রাধা' এই দু'টি শব্দ নিয়েই মূলত আপত্তি উঠেছে। হিন্দুত্ববাদীর ঝান্ডাধারীদের কথায়, 'গানে হিন্দুদের ভগবান কৃষ্ণকে যেভাবে 'কানু হারামজাদা' এবং তার লীলাসঙ্গিনী রাধাকে 'কলঙ্কিনী' বলে বর্ণনা করা হয়েছে। তা মোটেই মেনে নেওয়া যায় না।'
আপত্তি তুলেছেন বিশেষত উত্তর ভারতের অনেকে। তারা এই গানটিকে হিন্দুত্বেবাদের ওপর আক্রমণ হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য, 'বাংলা প্রচলিত এই লোকগীতি 'বুলবুল' সিনেমায় ব্যবহার করে অনুষ্কা শর্মা হিন্দু ধর্মকে অপমান করার ইন্ধন যুগিয়েছেন।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.