কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘরের টাইলস ঝকঝকে সাদা করার দারুণ কৌশল!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৬:৩৩

ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। বিশেষ করে করোনার এই সময়ে মেঝে পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। তবে যাদের ঘরের মেঝেতে টাইলস রয়েছে তাদের একটু বেশি চিন্তা করতে হয়। কারণ নানাভাবেই সুন্দর ঝকঝকে টাইলসে তরকারির ঝোল কিংবা অন্য কোনো ময়লা দাগ পরে যায়। তাই ঘরের সৌন্দর্য বাড়াতে ও জীবাণুমুক্ত থাকতে অবশ্যই ঘরের মেঝে পরিষ্কার থাকা জরুরি। সেই সঙ্গে টাইলসের উজ্জ্বলতাও ধরে রাখতে হবে।

টাইলস কীভাবে ঝকঝকে সাদা রাখবেন সে বিষয়ে আজ কিছু কৌশল জেনে রাখুন। যা আপনার এই কঠিন কাজটিকে সহজ করে দেবে।

এক বালতি পানিতে চার ভাগের এক ভাগ পরিমাণ এমোনিয়া মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কাপড় ভিজিয়ে টাইলস মুছে নিন। এতে টাইলসে লেগে থাকে হলদে দাগ ও ময়লা দূর হবে। দাগ দূর করতে এমোনিয়া ভালো কাজ করে। দ্রুত চকচকে করতেও এর কোন জুড়ি নেই।

এছাড়া ব্যবহার করতে পারেন ব্লিচ। ব্লিচ টাইলসের দাগ দূর করে। চার ভাগের এক ভাগ ব্লিচ আর বাকিটা পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রনে টাইলস বিজিয়ে স্ক্রাবার দিয়ে টাইলস পরিস্কার করুন। দেখবেন টাইলস হয়ে গেছে একদম নতুনের মতন।

টাইলসের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন পানি ও হাইড্রোজেন পার অক্সাইড। একসঙ্গে পানি ও হাইড্রোজেন পার অক্সাইড ৫০ শতাংশ পরিমাণে মিশিয়ে বোতলে ভরে রাখুন। টাইলসের দাগের উপর এই মিশ্রণ স্প্রে করুন। ৩০ মিনিট পরে কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন টাইলসের জেদি দাগ ও দূর হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও