কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিয়াঙ্কার সরোজ স্মরণ

এনটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১১:৫৫

নৃত্যকে তিনি এতটাই স্বাচ্ছন্দ্যের করে তুলেছিলেন, অনেকের কাছেই নাচ হয়ে উঠেছিল জগতের সহজতম কাজ। তাঁর তত্ত্বাবধানে নাচে অনেকেই হয়ে উঠেছেন নিপুণ, সফল। বলা হচ্ছে বলিউডের খ্যাতিমান কোরিওগ্রাফার সদ্যপ্রয়াত সরোজ খানের কথা। কিংবদন্তি এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নানা অঙ্গনের তারকা। শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এ দুজন একসঙ্গে ‘অগ্নিপাঠ’ ছবির গান ‘গুন গুন গুনা’য় কাজ করেছিলেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সরোজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

শ্বাসকষ্টের কারণে গত মাসে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ। গতকাল শুক্রবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শুক্রবার মুম্বাইয়ের মালাডের মালবানিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, হৃতিক রোশনসহ অনেক তারকাই শোক জানিয়েছেন সরোজের প্রয়াণে। ‘আমার ভালোবাসা সর্বদা থাকবে, সরোজজি। আপনার আত্মা শান্তিতে থাকুক।

চলচ্চিত্রজগতে আমাদের নৃত্যগুরু হিসেবে অনেক শ্রদ্ধা, প্রশংসিত এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন আপনি... একজন কিংবদন্তি... আপনার নির্দেশনায় নৃত্যের অনেক স্মরণীয় অভিজ্ঞতা লাভ করার সুযোগ পেয়েছি,’ ইনস্টাগ্রামে লেখেন ঐশ্বরিয়া। মাত্র তিন বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। দুই হাজারের বেশি গানে কোরিওগ্রাফ করেছেন। সর্বশেষ ‘কলঙ্ক’ ছবির ‘তাবাহ হো গ্যায়ে’ গানে মাধুরী দীক্ষিতের কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। ১৯৪৮ সালে জন্ম নেওয়া সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশুশিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাকআপ নৃত্যশিল্পী বা ‘এক্সট্রা’ হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন সরোজ খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও