![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F04%2F790wzjms.jpg%3Fitok%3Duuer9leu)
গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে গায়িকা মুন্নির মামলা
জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। গত বৃহস্পতিবার রমনা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানাতে যান মুন্নি। সেখান থেকে তাঁকে হাতিরঝিল থানায় পাঠালে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয় পুলিশ। এ ব্যাপারে দিনাত জাহান মুন্নি বলেছেন, ‘কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তাঁর ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।’ এ নিয়ে আগে আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন বলেও জানান তিনি। আসিফ ও মুন্নি একসঙ্গে তিনটি দ্বৈত অ্যালবাম করেছেন। ১৫টির মতো সিনেমায় তাঁরা প্লেব্যাক ক