আমার শরীরকে বিক্রি করতে চেয়েছিল পরিচালক
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১১:২১
বলিউডে নেপোটিজম শব্দটা আবার যেন মাথাচাড়া দিয়ে উঠল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে। একে একে বলিউডের অভিনেতারা মুখ খুললেন এর বিরুদ্ধে। এবার নেপোটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিগ বস খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত। সোফিয়া বললেন, আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে পরিচালক ৷
আমাকে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল! বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া৷ আর তারপর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার আসতে শুরু করে৷ সাক্ষাৎকারে সোফিয়া বললেন, আমার কাছে অনেক সিনেমার অফার আসত৷ কয়েকটাতে কাজও শুরু করেছিলাম৷ কিন্তু একটু কাজ এগোতেই আমার সঙ্গে অভব্য আচরণ শুরু করল ছবির পরিচালক ও অন্য অভিনেতারা৷