তিন বছরের অধিক সময় শূন্য থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২ (১) অনুসারে ড. মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে।
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, তিনি আগামী রোববার অথবা সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।
২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.