কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনাতেই মৃত্যু হয় রাবির ইমেরিটাস প্রফেসর ফখরুলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম (৮২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় মৃত্যুর পর তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার রামেক হাসপাতালের ল্যাবে এই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম মারা গিয়েছেন। তিনি করোনা আক্রান্ত থাকতে পারেন এমন আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করে। মৃত্যুর পর মরদেহ থেকে নেয়া নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ড. ফখরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়। জন্ম ১৯৩৮ সালে, কলকাতায়। তার বাবা মীর আহমদ হোসেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পড়াশোনা শেষ করে ফখরুল ইসলামও বাবার মতো শিক্ষকতা শুরু করেছিলেন। ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিষয়ে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। গবেষণা কার্যক্রম চালাতে গিয়ে ড. ফখরুল ইসলাম নিজেকে একজন বিজ্ঞানী হিসেবেই প্রতিষ্ঠিত করেছিলেন। আর্সেনিক নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। এটি বিশ্বব্যাপী প্রশংসিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন