কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'লালা ব্যবহার নিষিদ্ধ করায় বিপাকে পড়বেন বোলাররা'

সময় টিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০৫:২৪

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস। পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন তিনি। ওয়াকারের মতে, বলে লালা ব্যবহার নিষিদ্ধ করায় বিপাকে পড়বেন বোলাররা। তবে, দ্রুতই মানিয়ে নিতে হবে আইসিসির নতুন নিয়মের সঙ্গে। এদিকে, ক্যাম্প শুরু না হলেও, অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ওয়াকার ইউনুস গ্রেট বোলার। পাকিস্তানের সাবেক অধিনায়ক এখন দলের বোলিং কোচ।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি থাকতে হয়েছে পেশাদার ক্রিকেটারদের। এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো ফিটনেস ঠিক রাখা। যেটা ভালোই জানেন ওয়াকার। মাঠে ফেরার সময়টা জানা না থাকলেও, ঐ সময়ে অনলাইনে ছাত্রদের পরামর্শ দিয়েছেন তিনি। আগস্টের সিরিজের জন্য ইংল্যান্ডে পৌঁছে গেছে পাকিস্তান দল। উস্টারশায়ারে ক্যাম্প চলছে পুরোদমে। ইংলিশ কন্ডিশনে পেসারদের বড় ভূমিকা রাখতে হবে। তারওপর আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বল শাইনিংয়ে লালার ব্যবহার সহ বেশ কিছু অভ্যাসে আনতে হবে পরিবর্তন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতিতে তাই বাড়তি চাপ শাহিন আফ্রিদি-নাসিম শাহদের কাঁধে। শুধু পেসাররাই নন, পরিবর্তিত নিয়মে খাপ খাইয়ে নেয়ার চ্যালেঞ্জ রয়েছে স্পিনারদেরও।

মনে মনে তাই প্রস্তুতি নিচ্ছেন কুলদীপ যাদব। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আগস্টের আগে ভারতের ক্যাম্প শুরু হচ্ছেনা। আপাতত বাড়িতেই চলছে কুলদীপদের ব্যক্তিগত অনুশীলন। অক্টোবরে ৩ টি-টোয়েন্টি, ডিসেম্বর-জানুয়ারিতে চার টেস্ট ও তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর আইপিএল নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও