You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাজারে আসছে চীনের দ্রুতবর্ধনশীল প্রসাধনী কোম্পানি ইয়াতসেন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪০ কোটি থেকে ৫০ কোটি ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে চীনের অন্যতম দ্রুতবর্ধনশীল প্রসাধনী ব্র্যান্ড পারফেক্ট ডায়েরির মূল কোম্পানি গুয়াংঝু ইয়াতসেন ই-কমার্স কোম্পানি। এ লক্ষ্যে তারা ইস্যু ব্যবস্থাপক হিসেবে গোল্ডম্যান স্যাকস গ্রুপ ও মরগান স্ট্যানলিকে নিয়োগ দিয়েছে। খবর ব্লুমবার্গ। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদই পুঁজিবাজারে আসতে পারে ইয়াতসেন। আর কোম্পানিটির তালিকাভুক্তির জন্য সম্ভাব্য জায়গা হিসেবে হংকং স্টক এক্সচেঞ্জকে প্রাধান্য দেয়া হচ্ছে। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।এখন পর্যন্ত ইয়াতসেনের বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, হোপু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, হিলহাউজ ক্যাপিটাল ও হোনি ক্যাপিটাল। তহবিল সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে ১০ কোটি ডলার সংগ্রহ করেছে তারা। ২০১৬ সালে প্রসাধনী কোম্পানি হিসেবে যাত্রা করে ইয়াতসেন। এর নামকরণ করা হয় চীনের প্রথম প্রেসিডেন্ট সুন ইয়াত-সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। সাত শতাধিক সৌন্দর্যপণ্য প্রস্তুতকারী কোম্পানিটির রয়েছে অনলাইনে আড়াই কোটির বেশি অনুসারী। অনলাইনের পাশাপাশি পারফেক্ট ডায়েরির পণ্য বিক্রির জন্য শপও রয়েছে ইয়াতসেনের। ২০২২ সাল নাগাদ নিজেদের ব্র্যান্ডেড শপের সংখ্যা ছয় শতাধিকে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৪০।চলতি মাসেই নিজেদের দ্বিতীয় একটি ব্র্যান্ড চালু করেছে ইয়াতসেন। এর  নাম দেয়া হয়েছে অ্যাবি’স চয়েস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন