সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে রাজশাহীর ঐতিহ্যবাহী একমাত্র সরকারের মালিকানাধীন পাটকলটি। এতে করে বেকার হয়ে পড়েছেন এখানকার আড়াই হাজার শ্রমিক, ১০৩ জন কর্মচারী এবং ৪৯ জন কর্মকর্তা।রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, সরকারি নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টায় পাটকলটি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পাটকলটি চালুর বিষয়ে আমরা আর কোনো আন্দোলন করবো না। সরকারি সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা স্থানীয় শ্রমিকরা আন্দোলন চালু রাখতে চেয়েছিলাম, তবে কেন্দ্রীয় নির্দেশনায় কোন আন্দোলন করবো না।
তিনি বলেন, পাটকলটি শুরুতে লাভজনক ছিল। তবে মাথাভারি প্রশাসনের কারণে শেষের দিকে এসে আর লাভের মুখ দেখেনি। আমরা বারবার এই প্রশাসন হঠানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো ফল পাইনি।১৯৬৯ সালে পাটকলটি নির্মাণের প্রস্তাবনা হয়। ১৯৭২ সালে পবা উপজেলার কাটাখালীতে চালু হয় রাজশাহীর একমাত্র সরকারি মালিকানাধীন পাটকলটি। প্রায় অর্ধশত বছর ঐতিহ্য নিয়ে চলার পর এবার বন্ধ হলো পাটকলটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.