চন্দ্রাহত মহুয়া বন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৮:৪৫
চন্দ্রাতাপে দগ্ধ হচ্ছে মহুয়া বন বিলিয়ে দিচ্ছে রৌদ্র ছায়া জ্যোৎস্নাচামচিকারা কলহাসির তৃপ্তিতে মেতেউঠে রাত ভর। পরাগায়নের রসে ওরা প্রমত্ত হয়ে উঠে ওদের মতোকখনো বা অট্টহাস্য চেঁচামেচির অর্থ খুঁজেমানবকুল কী তাদের পাখার বিধুননঅথচ একটা সময় নিস্তব্ধ হয়ে ঝুলে থাকে আবেগ বিহ্বলতা উপভোগে মগ্ন হয়ে পরে। মানুষ আর পাখির সঙ্গে হয় যে একই তুলনামানব সন্তান জন্ম নিলে কেঁদে না ওঠা অবধিধাত্রী ডাক্তার ভীষণ উদ্বিগ্নে...