রুশ গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা খাতের ওপর নিষেধাজ্ঞা চান পেলোসি

সমকাল প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৬:৩৯

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাহত্যার জন্য রাশিয়া তালেবানকে অর্থের যোগান দিচ্ছে, সম্প্রতি এমন একটি খবর এসেছে। এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি একে ট্রাম্প সরকারের ‘দুর্বলতা’ ও ‘ব্যর্থতা হিসেবে উল্লেখ করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও সামরিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নিজের দেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

অবশ্য প্রতিরক্ষা দপ্তর গত সোমবার স্পষ্টভাবে বলেছে, তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে. সে ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নেই।

পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে আমেরিকার সেনা হত্যা করার জন্য রাশিয়া তালেবানকে অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা আমরা নিশ্চিত করতে পারছি না।

এর আগে, গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া তালেবানকে অর্থ দিচ্ছে বলে কোন তথ্য আমাকে জানানো হয়নি। ট্রাম্পের এই বক্তব্যেরও সমালোচনা করেন পেলোসি। তিনি বলেন, এ বিষয়ে ট্রাম্প ব্যর্থতার পারিচয় দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও