বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পাচ্ছেন মীরানা জামান

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৬:০৪

২০১০ সালের ১৫ জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান ‘মহানায়ক’ বুলবুল আহমেদ। প্রয়াত গুণী এই অভিনেতার স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবীণ বরণীয় শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছর এ ‘মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২০’ দেওয়া হচ্ছে প্রবীণ অভিনেত্রী মীরানা জামানকে।

‘যেকোনো সম্মাননাই অনেক গৌরব এবং সম্মানের। বুলবুল ভাই আমার প্রিয় একজন মানুষ ছিলেন। একসঙ্গে অনেক কাজ করেছি। সেই সম্পর্ক থেকেই তিনি অনেক আপনজন ছিলেন। এমন একজন মানুষের স্মৃতি সম্মাননা পদক পেয়ে কতটা যে ভালো লাগছে, সেটা বলে প্রকাশ করতে পারব না’—অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন কথা বলেন ৮১ বছর বয়স্ক প্রবীণ অভিনেত্রী মীরানা জামান। বয়সের ভারে কিছুটা কাবু করলেও পরিষ্কার শোনা যায় তাঁর কথাগুলো। মুঠোফোনে গুণী এই অভিনেত্রী বুলবুল আহমেদ সম্পর্কে আরও বলেন, ‘বুলবুল ভাই মানুষ এবং অভিনেতা হিসেবে অসাধারণ ছিলেন। কখনো উঁচু স্বরে কথা বলতেন না। একসঙ্গে আমরা অনেক শুটিং করেছি। সব সময় তাঁকে নম্রভদ্র দেখেছি। আবার কাজের সময় তিনি খুবই সরব থাকতেন। কো-আর্টিস্ট যদি কাজের সময় সহযোগিতা না করে, তাহলে ভালো অভিনয় কখনো সম্ভব হয় না। বুলবুল ভাই কাজের জায়গায় অত্যন্ত সত্য এবং হেল্পফুল ছিলেন। তিনি আমার চেয়ে বয়সে ছোট। সব সময় সবাইকে যোগ্য সম্মান করতেন। তাঁর অমায়িক আচরণ এখনো আমাকে মুগ্ধ করে। এমন গুণী মানুষের অকালপ্রয়াণ আমাকে ব্যথিত করেছে। তাঁর পরিবার থেকে আমাকে সম্মাননা পদক দেওয়া হচ্ছে শুনে মনে হয়েছে এটা আমার অন্যতম একটা সেরা উপহার।’

১৯৬২ সালে রেডিও পাকিস্তানের একটি নাটকে কণ্ঠ দিয়ে ক্যারিয়ারে পা রাখেন মীরানা জামান। এরপর গত প্রায় সাড়ে পাঁচ দশক তিনি রেডিও, টিভি ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন। অভিনয় করেছেন বেশ কটি মঞ্চনাটকে। এই সময়ে তিনি অসংখ্য বেতারনাটকে কণ্ঠ দিয়েছেন। এই অভিনেত্রী শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ঠিক কতটি নাটকে অভিনয় করেছেন, সেই সংখ্যা বলতে পারেন না। শুধু এটুকু বলেন, একসময় বছরের পর বছর ধরে বিটিভির প্রায় প্রতিটি নাটকেই তাঁকে দেখা যেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও