বিদায়ী পঞ্জিকা বছর ২০১৯ সালের বার্ষিক খরচ জমা দেওয়ার জন রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রৌশন আরার স্বাক্ষরিত চিঠি দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু করেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব জমা দিতে বলা হয়েছে।
২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। বর্তমানে ইসিতে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। আগের বছর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের বছরে অনতম পধান রাজনৈতিক দল তাদের আয় দেখিয়েছিল ২৪ কোটি এবং আরেক পধান দল বিএনপিআয় দেখিয়েছিল ১০ কোটি টাকা।
নিয়মানুযায়ী অডিট রিপোর্ট রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আরপিও অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.