অন্তরঙ্গ সময় কাটিয়ে বাকবিতণ্ডার পর যৌনকর্মীকে খুন!
রাজধানীর সবুজবাগে পাওয়া গলিত লাশের অবশেষে নাম পরিচয় পাওয়া গেছে। পলি আক্তার নামের এই যৌনকর্মীকে খুন করার পরই ওই স্থানে লাশটি ফেলে রাখা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, অন্তরঙ্গ সময় কাটানোর পর ওইদিন সন্ধ্যায় পারিশ্রমিক নিয়ে পলির সঙ্গে বাকবিতণ্ডা হয় সিএনজি অটোরিকশার চালক সাদা মিয়ার। একপর্যায়ে সাদা ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন।
সবুজবাগের দক্ষিণগাঁওয়ের কুসুমবাগ এলাকার বাড়ির আন্ডারগ্রাউন্ডে গত ১৬ জুন এক নারীর গলিত লাশ পাওয়া যায়। তখন অনেক খোঁজ নিয়েও তার পরিচয় মেলেনি। এ ঘটনায় দায়ের মামলাটি তদন্তের একপর্যায়ে জানা যায় তার নাম পলি আক্তার। তাকে খুন করার পর ওই স্থানে লাশটি ফেলে রাখা হয়েছিল।
এরপর তার বাবা ও অন্যান্য স্বজনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে জীবনের নিষ্ঠুর বাঁকে ধাক্কা খেয়ে যৌনকর্মী হয়ে ওঠা এই নারীর ব্যাপারে তারা একটুও সহানুভূতি দেখাননি। অবশ্য পরিচয় নিশ্চিত হওয়ার আগেই আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তার লাশ দাফন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.