You have reached your daily news limit

Please log in to continue


ভিন্ন আবহে ক্রীড়া সাংবাদিকতা দিবস ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। অন্যবার ব্যানার-ফেস্টুন আর রঙের মিছিলে এই আয়োজন হলেও করোনায় পাল্টে গেছে দৃশ্যপট। সীমিত পরিসরে পালিত হচ্ছে এই দিবস পালন। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস ২০২০ উপলক্ষে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের এক কাতারে নিয়ে আসার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ২ জুলাই ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) জন্মদিনকে স্মরণ করে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। তবে এবার করোনার কারণে অনেকটা কর্মসূচিবিহীন ভাবেই পালিত হচ্ছে এই দিবস। কারণ সংক্রমণ এড়াতে জনসমাবেশ বন্ধ রাখা হয়েছে। ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) পথচলা শুরু হয়। বর্তমানে ১৬৭টি দেশ এই সংগঠনের সদস্য। এ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, 'আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম । ক্রীড়া সাংবাদিক এবং লেখকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ, মানুষের শব্দ এবং কণ্ঠস্বর। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়াঙ্গন অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি বাদ দিয়ে অন্যটি ভাবা যায় না। আমি বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে দেশের সকল ক্রীড়া সাংবাদিকদের আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা দেশের খেলাকে আরো উঁচুতে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেই আমি বিশ্বাস করি।' তিনি আরও বলেন, 'করোনা কালীন এ দুর্যোগের সময়েও ক্রীড়া সাংবাদিকরা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক মৃত্যু বরণ করেছেন। আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ আছেন আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন