পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে ড্রোন নামাল ভারত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ২১:৫৯

ভারতের দিল্লিসহ নানা প্রদেশের আকাশ ঝাঁকে ঝাঁকে পতঙ্গে ছেয়ে গেছে। এতে সেখানকার মানুষের চোখে ঘুম নেই। যেকোনো সময় ফসলের ওপর আঘাত হানতে পারে পঙ্গপাল। তাই পঙ্গপাল নিয়ন্ত্রণে আনতে ড্রোন ব্যবহার করছে ভারত। ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে।
ভারতের বিশেষজ্ঞদের ভাষ্য, পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে না পারলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এতে দেখা দেবে খাদ্য সংকটসহ নানা জটিলতা।

জানা গছে, দিল্লিতে পঙ্গপালের হানা মোকাবিলায় নেয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে। গ্রীষ্মকালীন ফসলের গ্রাস রোধে কীটনাশক ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পঙ্গপাল নিয়ন্ত্রণকারী দল।

নিয়ন্ত্রকারী দলের একজন বলেন, কীটনাশক ছিটাতে সরকার চারটি ড্রোন দিয়েছে। এ পদ্ধতিতে যথেষ্ট সফল হচ্ছি। ৬০ ভাগ পতঙ্গ দমন করতে পেরেছি।দিল্লি ছাড়াও পঙ্গপালের উপদ্রবের শিকার গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও