চট্টগ্রামে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু
চট্টগ্রাাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পতেঙ্গায় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু হলো। আজ বুধবার (১ জুলাই) হাসপাতালটি উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ।বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও হাসপাতাল প্রস্তুতি কাজের সমন্বয়ক জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ৫০ শয্যা দিয়ে শুরু করলেও দ্রুতই ১০০ শয্যায় উন্নীত করা হবে হাসপাতালটিকে।
এছাড়া কনসাল্টেন্ট ও স্বেচ্ছাসেবী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ চিকিৎসকরা যুক্ত হবে অনলাইনের মাধ্যমে। প্রতিটি বেডে থাকবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুইটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।দেশের জনগণের অর্থায়নে নির্মিত এই হাসপাতালে বিনামূল্যে করোনা রোগীর পাশাপাশি অন্যান্য উপসর্গের রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। প্রতিদিন অন্তত ১০টি করোনা স্যাম্পল কালেকশন করা হবে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে থাকবে ১২ জন দক্ষ চিকিৎসক, ১৬ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.