দুই লেন বন্ধ, ভারী গাড়ি চলবে না
বণিক বার্তা
প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০২:০২
সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করতে এসে উদ্ধারকারী জাহাজের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা-১ সেতু। স্থানীয়ভাবে এটি পোস্তগোলা সেতু হিসেবে পরিচিত। গত সোমবার দুপুরে সেতুর গার্ডারে আঘাত করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ঝুঁকি বিবেচনায় নিয়ে সেদিন সন্ধ্যা থেকে সেতুর চার লেনের মধ্যে একটি লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একটি বিশেষজ্ঞ দল পোস্তগোলা সেতুর আরেকটি লেনে যান চলাচল বন্ধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ভারী গাড়ি চলাচলে।