মাদারীপুরে চিকিৎসক–পুলিশসহ আরও ৫৪ জনের করোনা শনাক্ত
মাদারীপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। আজ মঙ্গলবার আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক, পাঁচজন পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯২ জনে। আজ বিকেলে জেলার সিভিল সার্জন কার্যালয় প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত গত চারদিনে যাঁরা নমুনা দিয়েছিলেন, তাঁদের মধ্যে ৩৬২ জনের প্রতিবেদন এসেছে স্বাস্থ্য বিভাগের কাছে। এতে নতুন করে শনাক্ত হন ৫৪ জন। এর মধ্যে সদর উপজেলায় শনাক্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে সদর উপজেলায় মোট শনাক্ত ২৮২ জন, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পীযুস চন্দ্র মণ্ডল, রাজৈর থানার দুজন পুলিশ সদস্যসহ নতুন শনাক্ত হয়েছেন ১২ জন। এ উপজেলায় এখন পর্যন্ত ২৪৩ জন সংক্রমিত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.