জুভেন্টাসে গেলেন আর্থুর, বার্সেলোনায় পিয়ানিচ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ০০:২৩
মেডিক্যাল পর্ব শেষে চুক্তিপত্রে স্বাক্ষরও হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এসে গেছে।
অদল-বদল চুক্তিতে জুভেন্টাসে নাম লিখিয়েছেন আর্থুর মেলো, আর ইতালিয়ান ক্লাবটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিরালেম পিয়ানিচ।
আজ (সোমবার) নিজেদের ওয়েবসাইটে প্রথমে আর্থুরের ব্যাপারে জুভেন্টাসের সঙ্গে সমাঝোতায় পৌঁছানোর খবর নিশ্চিত করে বার্সেলোনা। খানিক পর পিয়ানিচকে দলে আনার বিষয়টিও জানায় কাতালানরা।
৭২ মিলিয়ন ইউরোতে আর্থুরকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে বার্সেলোনা।
আর চার বছরের চুক্তিতে পিয়ানিচকে আনতে তাদের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। দুই মিডফিল্ডারের অদল-বদলের চুক্তিতে বার্সেলোনার লাভ ১২ মিলিয়ন ইউরো।চুক্তি সম্পন্ন হলেও দুই খেলোয়াড়র চলতি মৌসুম বর্তমান ক্লাবের সঙ্গেই থাকবেন।