গুলশানের সেই চোরের ঘটনা এবার নাটকে
গুলশান এভিনিয়ের ৮৯ নাম্বার সড়কে এক আমেরিকান নাগরিক থাকতেন। যিনি একটি কফি শপ ব্যবসার সঙ্গে জড়িত। করোনায় সবকিছু বন্ধ থাকায় তিনি ফিরে যান নিজ দেশে। গুলশানে ওই নাগরিকের নিজস্ব ফ্ল্যাটটি খালি থাকায় চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে চোর। বাসা ফাঁকা পেয়ে চোর তিন দিন আয়েশি যাপনে ব্যস্ত হয়ে পড়ে! ঘটনাক্রমে ধরা পড়ে সেই চোর।
কিন্তু এ তিন দিনে চোর ওই ফ্ল্যাটে থেকে ঘটায় মজার সব ঘটনা। চলতি জুনেই গুলশানে ঘটে যাওয়া সেই চোরের ঘটনা এবার উঠে আসছে টিভি নাটকে! সমসাময়িক আলোচিত এ ঘটনা নিয়ে নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। নাটকটি রচনা করছেন আবীর ফেরদৌস এবং পরিচালনায় সহীদ উন নবী।
নির্মাতা জানালেন, গুলশানের সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হতে যাওয়া নাটকটির নাম ‘আলাদিনের ফ্ল্যাট’। ৪ ও ৫ জুলাই এ নাটকের শুটিং হবে। ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। অ্যালেন শুভ্র, মিম মানতাশা নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। আরও থাকবেন তারেক স্বপন, সহীদ উন নবীসহ অনেকে। পরিচালনায় সহীদ উন নবী বলেন, করোনা কারও কাছে আতঙ্কের, কারও কাছে খেয়ে বেঁচে থাকার লড়াই। গুলশানের চোরের ওই ঘটনা নিয়ে নাটকে দেখাবো করোনাকালে জীবনযুদ্ধে টিকে থাকার সংগ্রাম। সেখানে আরও মজার কিছু বিষয় থাকবে।
- ট্যাগ:
- বিনোদন
- আলোচিত ঘটনা
- ঈদ নাটক
- অ্যালেন শুভ্র