কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঘর থেকে আন্তর্জাতিক উৎসবে

প্রতিবছর ভারতের পশ্চিমবঙ্গের আইসিসিআর মিলনায়তনে আয়োজন করা হয় প্রেরণা শাস্ত্রীয় নৃত্য উৎসব। এ বছর উৎসবের চতুর্থ আসরটি বাদ দেননি আয়োজক অর্পিতা ভেঙ্কটেশ ও সম্পিতা চট্টোপাধ্যায়। ‘মালশ্রী’র ফেসবুক পেজ থেকে আন্তর্জাতিক এ উৎসবের পরিবেশনাগুলো দেখা যাবে। ঘর থেকে এ উৎসবে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা। বাংলাদেশের নৃত্যশিল্পী মৌমিতা জয়া সেই শিল্পীদের অন্যতম। উৎসবে পরিবেশিত হচ্ছে কথক, ভরতনাট্যম, মণিপুরী, কথাকলি, কুচিপুরি, মোহিনীয়াট্টম, গৌড়ীয় ও রবীন্দ্রনৃত্য। ভারতের স্বনামধন্য শিল্পীরা এ উৎসবে অংশগ্রহণ করেন। সুস্মিতা মিশ্র, সুজাতা মহাপাত্র, অসীমবন্ধু ভট্টাচার্য, মহুয়া মুখোপাধ্যায়, মাধুরী মজুমদার, বিম্বাবতী দেবী, রিনা জানা, প্রিয়দর্শিনী ঘোষ, পুষ্পিতা মুখোপাধ্যায়ের মতো নৃত্যগুরুরা নিজেদের অভিজ্ঞতা ও নৃত্যভাবনা নিয়ে আলোচনা করেছেন। ৮ জুন অনলাইনে শুরু হয়ে এ উৎসব শেষ হবে ২ জুলাই। প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা থেকে এ উৎসব উপভোগ করা যাবে (www.facebook.com/groups/malashree) পেজে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জয়া পরিবেশন করবেন কথক নৃত্য। পণ্ডিত বিরজু মহারাজের গাওয়া কৃষ্ণর ভজনের সঙ্গে একটি ও বিশ্বজিৎ পালের তবলা বাদনে দেবাশীষ সরকারের গাওয়া কলাবতী তারানার সঙ্গে আরেকটি কোরিওগ্রাফি। কোরিওগ্রাফি দুটি রচনা করেছেন গুরু অসীমবন্ধু ভট্টাচার্য। মৌমিতা রায় জয়া কথক নাচের শিল্পী। প্রয়াত রাকিবুল আলমের কাছে ৫ বছর বয়সে তাঁর নৃত্যশিক্ষার সূচনা। পরে পলাশ হুদা ও আজাদ রহমানের কাছে নৃত্যশিক্ষা গ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন