কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইফোনের নতুন অপারেটিং সিস্টেমে নানা চমক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১১:৪৪

আইফোনের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৪’ উন্মোচন করেছে অ্যাপল। বিভিন্ন ফিচারের কারণে প্রযুক্তি জায়ান্টটির নতুন অপারেটিং সিস্টেম আইফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। এক নজরে জেনে নেয়া যাক আইওএস ১৪-এর ফিচারগুলো সম্পর্কে—
কাস্টমাইজ হোম স্ক্রিন

নতুন ওএসে হোম স্ক্রিনের দিকেই বেশি নজর দিয়েছে অ্যাপল। এতে ব্যবহারকারীরা নিজেদের মতো করে হোম স্ক্রিনটা ঢেলে সাজাতে পারবে। আইওএস ১৪ সংস্করণে ইনস্টল করা অ্যাপগুলো বিভিন্ন বিভাগ অনুযায়ী ভাগ হবে। অর্থাৎ সব গেম এক বিভাগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো অন্য আরেক বিভাগে প্রদর্শিত হবে।

অ্যাপ ক্লিপস

অ্যাপল নতুন অ্যাপ অনুসন্ধান এবং এতে প্রবেশের একটি সহজ উপায় প্রকাশ করেছে। এ ফিচারকে বলা হচ্ছে অ্যাপ ক্লিপস। এতে প্রয়োজনীয় অ্যাপের ক্ষুদ্র অংশ ব্যবহারের সুযোগ থাকবে। এতে অ্যাপল পে যুক্ত থাকবে। ব্যবহারকারী চাইলে অ্যাপটির পূর্ণ সংস্করণ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিউআর ব্যবহার করে নতুন অ্যাপ্লিকেশন অ্যাকসেস করা যাবে।

উইজেট

উইজেট গ্যালারি কাস্টমাইজ সুবিধা যুক্ত করা হয়েছে আইওএস ১৪ সংস্করণে। ফলে হোম পেজে যেকোনো অ্যাপের উইজেট যুক্ত করা যাবে। সেখানে আবহাওয়ার খবর জানতে উইজেট গ্যালারি কাস্টমাইজ করা যাবে। চাইলে হোম স্ক্রিনজুড়ে আবহাওয়াসংক্রান্ত তথ্য দেখা যাবে।

পিকচার ইন পিকচার

ধরুন আপনি আইফোনে কোনো ভিডিও দেখছেন। এমন যদি হয় জরুরি কোনো মেইল পাঠাতে হবে কিন্তু ভিডিওটিও বন্ধ করতে চাচ্ছেন না। এই সমস্যা সমাধানে আইওএস ১৪ সংস্করণে এলো ‘পিকচার ইন পিকচার ফিচার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও