You have reached your daily news limit

Please log in to continue


কম খরচেই টাক মাথায় চুল গজানোর নয়া টোটকা

বংশগত বা দুশ্চিন্তার কারণে অনেকেই অকালে টাক হয়ে যান। এতে সৌন্দর্য অনেকখানিই যেন কমে যায়! নতুন চুল গজানোর আশায় এজন্য অনেকেই বাজার থেকে বিভিন্ন কেমিকেলজাতীয় পণ্য কিনে ব্যবহার করেন! তবে তাতেও কাজ হয় না।  এজন্য এই সমস্যায় ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে। এতে আপনার খরচও কম হবে পাশাপাশি নতুন চুলও গজাবে সামান্য সময়ের ব্যবধানে। জেনে নিন মাথায় চুল গজানোর নয়া পাঁচ কৌশল- > সবার ঘরেই ধনে পাতা থাকে! সবুজ ধনে পাতার রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল মোলায়েম হয়। কালো হয় সঙ্গে চুল পড়া বন্ধ হয়, এমনকি টাকে নতুন চুলও গজায়। > এই টোটকাটিও চুল গজানোর ক্ষেত্রে বিশেষ কার্যকরী। ডালিম ফল গাছের পাতা সঙ্গে ফলের দানা ও খোসা একসঙ্গে বেটে নিন। এবার এর সঙ্গে সরিষার তেল মিশিয়ে হালকা আঁচে গরম করুন। গরম করে তা ছেঁকে বোতলে রেখে দিন। সপ্তাহে দুই থেকে তিন বার এই তেল মাথায় লাগালে চুল পড়া দূর হয়ে ও নতুন চুল গজাতে সাহায্য করবে। > আমলকি স্বাস্থ্যের জন্যও যেমন উপকারী তেমনি চুলের জন্যও। এজন্য পাকা অথবা শুকনো আমলকির গুঁড়া নারকেলের তেলে ভালো করে মিশিয়ে নিন। এবার ওই মাথায় তেল মালিশ করুন। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন। > সর্ব রোগের মহৌষধ হলো কালোজিরা। চুল পড়া বন্ধে এবং নতুন চুল গজানোর জন্যও সহায়ক কালোজিরা।  এজন্য অবশ্য মাথায় কালোজিরার তেল ব্যবহার করতে হকেব। আর খাবারে কালোজিরা ব্যবহার আপনাকে স্বাস্থোজ্জল চুল দিতে পারে। > চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রেটিন বিশেষ ভূমিকা রাখে। আর ডিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন