শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ জুন ২০২০, ২৩:৫৩

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রাত থেকে ইনস্টিটিউটের অষ্টম ও নবম তলায় দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ধীরে ধীরে আরো ভর্তি করানো হবে। করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের চিকিৎসক, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছেন।

মূলত ঢাকা মেডিকেলের অধীনেই করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক ১০০ কোভিড-১৯ রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও