কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চায় বাম জোট

রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ‘দেশবিরোধী’ এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, পাটকল বন্ধ নয়, আধুনিকায়ন করতে হবে। সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুলনীতি পরিহার করে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল-পাট শ্রমিক ও পাট চাষীদের রক্ষা করতে হবে।  শনিবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনলাইন সভায় এই দাবি জানানো হয়। বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আলম, আবদুল্লাহ আল ক্বাফি রতন, সাজ্জাদ জহির চন্দন, মোশাররফ হোসেন নান্নু, মানস নন্দী, আকবর খান, মুনীর উদ্দিন পাপ্পু, শহীদুল ইসলাম সবুজ, হামিদুল হক প্রমুখ। সভার প্রস্তাবে গ্যাস, বিদ্যুৎ, ডিজেল ও পেট্রোলসহ জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তন করার জন্য এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এই বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। আরেক প্রস্তাবে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে বিনামূল্যে সব নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন