কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেভিস ও ফেড কাপ ২০২১’এ চলে গেল

চ্যানেল আই প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৪:৩০

টেনিসের ফ্ল্যাগশিপ দলগত ইভেন্ট ডেভিস কাপ ও ফেড কাপের ফাইনাল ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে টেনিসের আন্তর্জাতিক সংস্থা আইটিএফ। ১৮ দেশের ফাইনাল আসরের অপেক্ষা ছিল ডেভিস কাপে। গত বছর যাত্রা করে আসছে নভেম্বরে মাদ্রিদে ফাইনাল লড়াই বসার কথা ছিল।

সেটা বারোমাস পিছিয়ে দেয়া হয়েছে। মেয়েদের ফেড কাপের ফাইনাল আসছে এপ্রিলে বুদাপেস্টে হওয়ার কথা ছিল, এক বছর পিছিয়েছে সেটিও। বিজ্ঞাপন পেশাদার টেনিসের সবরকম ইভেন্ট গত মার্চ থেকে স্থগিত আছে, আসছে আগস্টের আগে কোর্টে ফেরার সম্ভাবনা নেই কোনো খেলাই।

আগস্টেও সম্ভাবনা কমই। টেনিসে করোনার থাবা বসেছে ভালোভাবেই। সম্প্রতি আদ্রিয়া ট্যুর আয়োজন করে ভীষণ সমালোচিত হয়েছেন নোভাক জোকোভিচ। তার আয়োজিত প্রদর্শনী টেনিস টুর্নামেন্টে খেলতে এসে তিনি ও স্ত্রী ইয়েলেনা-সহ করোনা আক্রান্ত হয়েছেন গ্রেগর দিমিত্রভ, ভিক্টর ত্রয়িকি ও বোর্না কোরিচ। আদ্রিয়া ট্যুরে জোকোভিচসহ বিশ্বের শীর্ষ ২০-এর অনেকেই খেলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও