৩৯ দিনের ব্যবধানে জমজ শিশু জন্ম
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৬ জুন ২০২০, ২২:৫৪
ময়মনসিংহে রীতা নামে এক প্রসূতি জমজ সন্তান জন্ম দিয়েছেন। প্রথম কন্যা সন্তান জন্মের ৩৯ দিন পর ২২ জুন নগরীর শিলা অঙ্গন হাসপাতালে জমজ পুত্র শিশুর জন্ম দেন তিনি।
এ প্রসঙ্গে ময়মনসিংহের ডাক্তার শিলা সেন জানান, এক জমজ শিশু জন্মের কথা। ওদের দুজনের জন্মের সময়ের ব্যবধান ৩৯ দিন।
জমজ শিশুদের জন্মের ব্যবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০ মিনিট।