করোনার ভয়ে শিশুর পায়ে শিকল
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউপির রাংতা গ্রামে করোনার ঝুঁকির মধ্যে বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধে মাদরাসা পড়ুয়া আট বছরের শিশুর পায়ে শিকল পরিয়ে রেখেছেন বাবা।
জানা গেছে, গ্রামের রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে আব্দুর রশিদ হাওলাদারের একটি চায়ের দোকান রয়েছে। মাদরাসা বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে রাব্বি সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে বাড়িতে ফেরে। করোনার সংক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে রাব্বির বাবা ও মা শেফালী বেগম শুক্রবার সকাল থেকে তার পায়ে শিকল পরিয়ে দোকানে বেঁধে রাখেন।
দুপুরে রাব্বির বাবা রশিদ হাওলাদার বলেন, প্রায়ই সে বাড়িতে না থেকে গ্রামের বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এতে করে পরিবারের সদস্যদের মধ্যেও করোনার ঝুঁকি বেড়ে গেছে। অনেক বোঝানোর পরেও কথা না শোনায় নিরুপায় হয়ে তাকে বেঁধে রাখা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, এই দুঃসময়ে বাবা-মা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইনে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ।