![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F26%2F85.jpg%3Fitok%3DvfuiZ4hu)
মানবপাচার ও শিশু পাচার বন্ধ করতে চাই : পররাষ্ট্রমন্ত্রী
এনটিভি
প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১৬:১০
বাংলাদেশ থেকে মানবপাচার এবং শিশু পাচার পুরোপুরি বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্র সরকারের করা মানবপাচারের বিরুদ্ধে লড়াইকারী দেশগুলোর একটি তালিকায় বাংলাদেশ টায়ার-২-এ উন্নীত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি, খবর ইউএনবি। ড.