করোনা হাসপাতালে আইসিইউ বেড খালি পড়ে থাকে

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১৬:০৯

গত ৩১ মে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিডনি ও হার্টের রোগী গাজী সাবিহা চৌধুরী (৭০) গোসলখানায় যখন পড়ে যান তখন তার পরিবার আতঙ্কিত হয়েছিলেন এই ভেবে যে, এখন দুর্ভাগ্যজনক কিছু ঘটতে যাচ্ছে।

তক্ষুনি তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্যে মৌলভীবাজার জেলার ২৫০-শয্যা হাসপাতালে রেফার করেন।

কিন্তু, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তার আইসিইউ সাপোর্ট লাগবে বলে দ্রুত সিলেটে নিয়ে যেতে বলেন।

উদ্বিগ্ন পরিবার তাকে দ্রুত সিলেটের নিয়ে যান। সেখানে সাতটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চেষ্টা করেন। কিন্তু, কোনো হাসপাতালই তাকে গ্রহণ করেনি। প্রথমে তারা বলেছিল, তাদের আইসিইউ বেড খালি নেই অথবা, আগে রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।

সাবিহা সেদিনই মারা যান।

গত মঙ্গলবার সাবিহার এক আত্মীয় মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আইসিইউ বেডের জন্যে কতো আকুতি-মিনতি করলাম, কেউ আমাদের সাহায্য করল না। রোগীর যখন অক্সিজেন প্রয়োজন ছিল, তখন দুটি হাসপাতাল অক্সিজেন সিলিন্ডার দিতেও অস্বীকার করল।’

সাবিহার এই করুণ কাহিনী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন আরও অনেক ঘটনা রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আইসিইউয়ের অভাবে সংকটাপন্ন করোনা রোগীদেরকেও দুর্ভোগ পোহাতে হয়েছে। তাদের কেউ কেউ মারাও গেছেন।

এই যখন অবস্থা তখন সরকারি তথ্যে দেখা যায়, করোনা রোগীদের জন্যে নির্দিষ্ট করা বিভিন্ন হাসপাতালে বেশ কিছু আইসিইউ বেড খালি পড়ে আছে।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের হিসাবে, সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে এখন পর্যন্ত ১০৬টি হাসপাতালে ৩৭৯টি আইসিইউ বেড ও ১০৬টি ডায়ালেসিস বেড রয়েছে। এসব হাসপাতালে ১৪ হাজার ৬১০ জন করোনা রোগীর চিকিৎসা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও