রিফাত হত্যার এক বছর: ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার
দেশের বহুল আলোচিত ঘটনার একটি রিফাত শরীফ হত্যাকাণ্ড। মানবতাকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। দেশের সীমানা পেরিয়ে এই হত্যাকাণ্ড আলোচিত হয়েছিল আন্তর্জাতিক মিডিয়াতে।বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো আজ (২৬ জুন)।
২০১৯ সালের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাং বন্ড বাহিনী। এরপর বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিফাত। এ নির্মম হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশে। এক বছর পেরিয়ে গেলেও এখনও ন্যায়বিচার পায়নি রিফাতের পরিবার।
ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২-১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দ্রুত গতিতে এ মামলার বিচার কাজ চলমান ছিল। কিন্তু দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আদালত বন্ধ হয়ে গেলে থেমে যায় বিচার কাজও। এছাড়াও রিফাত হত্যাকাণ্ডের পর থেকেই এখনও পলাতক রয়েছে এ মামলার প্রাপ্তবয়স্ক ৬ নম্বর আসামি মো. মুসা বন্ড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.