কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুতের অস্বাভাবিক বিলের সমন্বয় করতে সাত দিন বেঁধে দিল মন্ত্রণালয়

বণিক বার্তা প্রকাশিত: ২৫ জুন ২০২০, ২০:৩৩

তিন মাসের বকেয়া একসঙ্গে দিতে গিয়ে অনেক গ্রাহককেই অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কাগজ দিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। এখনই পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এবং অতিরিক্ত বিল পরে সমন্বয় করার কথা বলে সেই বিল আদায়ও করা হয়েছে। এ নিয়ে সারা দেশেই সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ বলেছে, সাত দিনের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেয়া হবে। আজ বৃহস্পতিবার এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর ও কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন এবং মে মাসের অগ্রগতি পযালোচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও